গোলপোস্টের নিচে আস্থা ফেরাতে বড়সড় রদবদলের পথে হাঁটছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি ক্লাব মোনাকোর নজরে থাকা বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানার জায়গায় এবার রেড ডেভিলরা চাইছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিপার এমিলিয়ানো মার্তিনেজকে।
ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম চান এমন একজন গোলরক্ষক, যিনি শুধু পোস্ট সামলাবেন না, হবেন মাঠে নেতৃত্বও দেবেন। এই জায়গায় এমি মার্তিনেজকে ‘পারফেক্ট ম্যাচ’ হিসেবে ভাবছেন পর্তুগিজ কোচ।
মার্তিনেজ নিজেও আগ্রহী ইউনাইটেডে খেলার ব্যাপারে। সূত্র বলছে, ক্লাবের সহ-আর্জেন্টাইন লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইউনাইটেডের ঐতিহ্য তাকে এই সিদ্ধান্তে আগ্রহী করে তুলেছে। ইতিমধ্যেই কয়েকটি প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন তিনি।
বর্তমানে অ্যাস্টন ভিলার অধিনায়ক মার্তিনেজ ক্লাবকে নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন দুইবার।
ভিলার চাওয়া ৩৪–৪০ মিলিয়ন পাউন্ড—যা ইউনাইটেডের বাজেটের আওতায়। নতুন মৌসুমের জন্য ম্যাথেয়াস কুনহাকে ৬২.৫ মিলিয়নে দলে নেওয়ার পর, আমোরিমের পরবর্তী লক্ষ্য এখন মার্তিনেজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















