শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য ব্যাটিং ধসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বুধবার প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। এদিন ১ উইকেট হারিয়ে ১০০ পূর্ণ করে বাংলাদেশ।
কিন্তু এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। ম্যাচে জয় থাকবে, হারও থাকবে। কিন্তু একটি হারকে কতটা বাজে, কতটা দৃষ্টিকটু করা যায়, তার প্রকৃত উদাহরণই যেন কলম্বোর প্রেমাদাসায় দেখালো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
মাত্র ৫ রানের ব্যবধানে নেই ৭ উইকেট। ফলাফল, আরও একটি বাজে হার। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই হারকে ছাপিয়ে গেছে রেকর্ডের খাতায়। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ১ উইকেট পড়ার পর ৮ উইকেট পড়ার মাঝে সবচেয়ে কম রান করার লজ্জার রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের।
২০০৮ সালে হারারেতে মাত্র ৩ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। সে ম্যাচে জিম্বাবুয়ের প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কাই। ম্যাচের একটি সময় জিম্বাবুয়ের স্কোর ছিল ৩ উইকেটে ১২৪ রান। সেই ম্যাচে ১২৭ রানেই অল আউট হয়ে যায় তারা।
এরপরেই রয়েছে বাংলাদেশের ৫ রানে ৭ উইকেট হারানোর ইনিংসটি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাটকীয় ব্যাটিং ধসে ১৬৭ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
তবে এতো কম রাতে ৭ উইকেট হারানোর লজ্জার রেকর্ড আছে শ্রীলঙ্কারও। ১৯৮৬ রানে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছিল লঙ্কানরা। ৪৫ রানে যেখানে শ্রীলঙ্কার ২ উইকেট ছিল, সেখানে ৫১ রানের মধ্যেই ৯ উইকেট হারায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















