মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে তিনি খেলেছেন বিধ্বংসী এক ইনিংস—মাত্র ৩১ বলে করেছেন ৮৬ রান। যদিও সেই ইনিংস রেকর্ডবইয়ে জায়গা করে নিয়েছে অন্যভাবে, কিন্তু ভাঙতে পারেনি বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর অক্ষয় রেকর্ড।
২০১৩ সালে ১৪ বছর ২৪১ দিনে শান্ত করেছিলেন অনূর্ধ্ব-১৯ পর্যায়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। বৈভবের বয়সও কাছাকাছি হলেও, মাত্র ১৪ বছর বয়সেই এমন ইনিংস খেলেও শতরান পূর্ণ না হওয়ায় সেই রেকর্ড থেকে পিছিয়ে পড়েন এই তরুণ।
তবে ব্যাটিংয়ের দাপটে ইতিহাস ঠিকই গড়েছেন। ৬টি চার ও ৯টি ছক্কায় সাজানো ৮৬ রানের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ২৭৭.৪১, যা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে ৮০ বা তার বেশি রানে সর্বোচ্চ স্ট্রাইক রেটের বিশ্বরেকর্ড। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন সুরেশ রায়নাকেও, যিনি ২০০৪ সালে করেছিলেন ২৩৬.৮৪ স্ট্রাইক রেটে ৯০ রান।
বৈভব ইতোমধ্যেই ইংল্যান্ড সফরে তিন ম্যাচে করেছেন ২৫৬ রান, মাত্র ১৩৬ বলে, স্ট্রাইক রেট প্রায় ১৮৯। দুইটি ফিফটি, ২২টি চার এবং সমানসংখ্যক ছক্কা—সব মিলিয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের নতুন বিস্ময় হয়ে উঠেছেন এই বাঁহাতি ব্যাটার।
যদিও শান্তর সেই কনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড আজও অক্ষত রইল, বৈভবের ধারাবাহিক ব্যাটিংয়ে ভবিষ্যতে যে আরও অনেক কীর্তি লেখা বাকি, তা বলার অপেক্ষা রাখে না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















