প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানে সব উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ১৫৯ রানে জয় নিয়ে ম্যাচ শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা দলটি। সেন্ট জর্জেসে বৃহষ্পতিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টের শুরুটাও একই বলা যায়।
২৮৬ রানে শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস। টপ অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাঝে মিডল অর্ডারের সাফল্য তাদেরকে বড় লজ্জা থেকে রেহাই দিয়েছে। আলজারি জোসেফ ও জেডেন সিলেসের চমৎকার বোলিংয়ে ৫০ রান স্কোর বোর্ডে জমা হতেই তিন উইকেট হারিয়েছিল তারা। শেষ পাঁচ উইকেট হারিয়েছে ৬৪ রানে।
অথচ অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ। বিনা উইকেটে ৪৭ রান এনে দিয়েছিলেন স্যাম কনস্টাস ও উসমান খাজা। কিন্তু মাত্র তিন রানে তিন উইকেট হারিয়ে তারা বিপর্যয়ে পড়েছিল।
মিডল অর্ডারে হাল ধরেছিলেন বিউ ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারে। ষষ্ঠ উইকেটে তারা ১১২ রান করেছে তারা। ওয়েবস্টার ৬০ রান করেন। আর ক্যারের সংগ্রহ ছল ৬৩ রান। ক্যারের ইনিংসটা ছিল যথেষ্ঠ আক্রমণাত্মক। মাত্র ৮১ বলে তিনি এই রান করেন। ১০টি বাউন্ডারি মেরেছিলেন। ওভার বাউন্ডারি ছিল একটি।
উসমান খাজা ব্যর্থতার মাঝে এদিন একটি মাইলফলক স্পর্শ করেছেন। ব্যক্তিগত ২ রানে থাকার সময় তিনি টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
আলজারি জোসেফ ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসকে দ্রুত গুটিয়ে দেন। জেডেন শিকার করেছেন দুই উইকেট। এখন স্বাগতিক ব্যাটারদের পালা। সিরিজে সমতায় ফেরাতে বোলারদের থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে না পারলে প্রথম টেস্টের মতো এবারও তাদের ব্যর্থ হতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















