গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ব্যস্ত সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ডিন হুইসেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড এবং ফ্রাঙ্কো মাস্তানতুওনোর মতো তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের দলে টানার পর এবার আয়াক্সের উদীয়মান মিডফিল্ডার আবদেল্লাহ ওউজানেকে চুক্তিবদ্ধ করতে চলেছে ক্লাবটি।
১৬ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের সঙ্গে আয়াক্সের আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে কিছুদিন আগেই। চুক্তি নবায়নের জন্য আয়াক্স চেষ্টা চালালেও সেটি সফল হয়নি। এই সুযোগে রিয়াল মাদ্রিদ ওউজানেকে দলে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে।
বার্সেলোনা-রিয়ালের দৌড়ে এগিয়ে রিয়ালঃ
ওউজানেকে নিয়ে আগ্রহী ছিল বার্সেলোনাও। তবে ফুটবল এসপানা এবং মুন্দো দেপোর্তিভো সূত্রে জানা গেছে, ওয়াজানের চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যু। রিপোর্ট অনুযায়ী, আগামী সপ্তাহেই রিয়াল তার সাইনিং চূড়ান্ত করবে, এবং আয়াক্সকে প্রদান করবে নির্ধারিত ডেভেলপমেন্ট ফি।
রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনায় ওয়াজানঃ
আবদেল্লাহ ওউজানেকে নিয়ে রিয়াল মাদ্রিদের পরিকল্পনা দীর্ঘমেয়াদি। সম্ভাব্য প্রথম ধাপে তাকে কাস্তিয়ায় (রিয়ালের ‘বি’ দল) খেলানো হবে। তবে ক্লাবের ভবিষ্যৎ প্রজেক্টে তার ভূমিকা আরও বড় হতে পারে।
ইউরোপের তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম প্রতিভাবান হিসেবে বিবেচিত ওউজানেকে ঘিরে রিয়ালের ভক্তদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
রিয়াল মাদ্রিদের এই বিনিয়োগ শুধু ভবিষ্যতের জন্য নয়, বরং ইউরোপিয়ান প্রতিযোগিতায় আধিপত্য বজায় রাখার ধারাবাহিকতাও নিশ্চিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















