কলম্বোতে শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারী বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে এক ম্যাচ জিতেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা।
এদিকে বাংলাদেশের কাছে হেরে এক ধাপ পিছিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে তানভীর ইসলামের ঘূর্ণিতে বিপদে পড়ে তারা। শেষ পর্যন্ত ১৬ রানে হেরে যায় শ্রীলঙ্কা। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় ফেরাল টাইগাররা।
রোমাঞ্চকর এই জয়ের ফলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বর থেকে উন্নতি করে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট এখন ৭৮। ৭৭ রেটিং নিয়ে ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাংলাদেশের কাছে হেরে ১ ধাপ পিছিয়ে ৫ম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। ৪র্থ স্থানে উঠেছে পাকিস্তান। ১০২ রেটিং লঙ্কানদের।
পাকিস্তানের রেটিং ১০৪। ৬ নম্বরে দক্ষিণ আফ্রিকা, ৭ নম্বরে আফগানিস্তান এবং ৮ নম্বরে রয়েছে ইংল্যান্ড। এছাড়া ওয়ানডে র্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন আসেনি। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















