ফের বাবা হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়ার। ক্লাব সান্তোসের কোনো খেলা না থাকায় আপাতত মাঠের বাইরে সময়টা অবশ্য খারাপ কাটছে না তার। ছুটির সময়ে আনন্দের বন্যা নিয়ে নেইমারের পরিবারে এসেছে নতুন অতিথি।
নেইমারের স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি দ্বিতীয়বারের মতো মা হলেন। সদ্য জন্ম নেয়া মেয়ে শিশুটির নাম রাখা হয়েছে মেল। বিয়ানকার্দির এটি দ্বিতীয় সন্তান হলেও নেইমার চতুর্থবারের মতো বাবা হলেন। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো বাবা হন নেইমার। এই ব্রাজিলিয়ানের তৎকালীন প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের গর্ভে জন্ম হয় বড় ছেলে দাভি লুকার।
নেইমার-বিয়ানকার্দির ঘরে ২০২৩ সালে জন্ম নিয়েছে কন্যা ম্যাভি। এর নয় মাসের মাথায় আরেকটি কন্যা সন্তানের বাবা হন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। হেলেনা নামের সেই শিশুটির মা আমান্দা কিম্বার্লি। নেইমার পরিবারে জনসংখায় ফের বাড়লো।
শনিবার (৫ জুলাই) ভোরের দিকে মেল প্রথমবার পৃথিবীর দিকে চোখ মেলে তাকায়। বিয়ানকার্দি ও নেইমার সদ্যজাত সেই শিশুর সঙ্গে হাস্যজ্জ্বল ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সুসংবাদ দিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















