সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় থাকা এই ম্যাচে জয়ী দল সিরিজ জিতবে। ফলে দুই দলের জন্যই আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।
শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানিয়েছেন, দল অন্তত ২৮০ রান করতে চায়। আত্মবিশ্বাসী লঙ্কানরা আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। তাসকিন আহমেদ ঢুকেছেন একাদশে, বাদ পড়েছেন হাসান মাহমুদ। ম্যাচ শুরুর আগে ফিটনেস টেস্টে উতরে গেছেন নাজমুল হোসেন শান্ত, ফলে তিনিও আছেন আজকের ম্যাচে।
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন, শ্রীলঙ্কায় এখনো কোনো দ্বিপাক্ষিক সিরিজ না জেতার ইতিহাস বদলানোর সুযোগ আজ তাদের সামনে।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















