শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে ভালো শুরুর পর জুটি গড়তে না পারাই শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ হিসেবে দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই সাথে নিজের আউটের পর চাপ বেড়েছে বলেও স্বীকার করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হারের কারণ নিয়ে মিরাজ বলেন,‘ম্যাচে হারের কারণ হয়তো একাধিক। তবে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে মূল কারণ হিসেবে জুটি গড়তে না পারার কথা বলেছেন।’
ইনিংসের ২১তম ওভারের শেষ বলে দুনিথ ভেল্লালাগের বলে ২৫ বলে ২৮ রান করে মিরাজ আউট হওয়ার পর বাংলাদেশের জন্য সমীকরণটা কঠিন হয়ে যায়। তাঁর আউটের পর বাংলাদেশের ২৯ ওভারে ১৮১ রান প্রয়োজন ছিল। মিরাজ বলেন, ‘আমি আউট হওয়ার ফলে দল চাপে পড়ে। আমি রান রেটের সঙ্গে তাল মিলিয়ে খেলার চেষ্টা করছিলাম। প্রতি ওভারে অন্তত একটি বাউন্ডারি নেওয়ার পরিকল্পনা ছিল, যেন হৃদয়ের ওপর চাপ না পড়ে। তাই হিসাব করে ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু শটটা ঠিকভাবে খেলতে পারিনি। ঠিকভাবে খেললে ছক্কা হতো।’
এ ম্যাচে বাংলাদেশের ইনিংসে কোনো পঞ্চাশোর্ধ্ব রানের জুটি নেই। এ বিষয়ে তিনি বলেন,‘হৃদয় ও জাকের যখন ব্যাটিং করছিল, তখনো বিশ্বাস ছিল ম্যাচ জিততে পারি। কিন্তু শ্রীলঙ্কার মতো বড় জুটি গড়তে পারিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















