যার শেষ ভালো, তার সব ভালো। শ্রীলঙ্কা সফরে শেষটা ভালো করতে পারব তো বাংলাদেশ! এই প্রশ্ন এখন ক্রিকেট ভক্তদের মুখে মুখে! সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার শুরু হচ্ছে চার-ছক্কার রোমাঞ্চকর লড়াই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। লঙ্কানদের বিপক্ষে ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই ফর্মটে বাংলাদেশ দলে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস!
যদিও ২২ গজের উইকেটে ব্যাট হাতে অপফর্মে আছেন ৩০ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার। সেই সাথে প্রথম ম্যাচের জন্য ১৬ সদস্যের দল থেকে বেছে নিতে হবে সেরা একাদশকে। তার জন্য সেরা একাদশ নিয়ে মধুর সমস্যায় টিম ম্যানেজমেন্টে।
কারণ এই দলে আছেন চার ওপেনার। যাদের মধ্য থেকে বেছে নিতে হবে দুইজনকে। এছাড়া দলে আছেন পাঁচ পেসার। যাদের মধ্য থেকে বেছে নিতে হবে সেরাদের। এই সিরিজ দিয়ে লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ।
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পুরস্কার হিসেবেই জাতীয় দলে প্রত্যাবর্তন তার। এদিকে চোট কাটিয়ে আবারও দলে ফিরেছেন পেস বিভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্য তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
তবে সবশেষ পাকিস্তান সফরে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয় লিটনের দল। এছাড়া টি-টোয়েন্টিতে শক্তির বিচারে পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল ১৭টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়। যেখানে বাংলাদেশ কেবল জিতেছে ৬ ম্যাচে। আর হেরেছে ১১টিতে।
এবার জেনে নেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়ন্টিতে বাংলাদেশের সম্ভ্যাব্য একাদশে সুযোগ পাচ্ছেন কারা! সেই তালিকায় ওপেনিংয়ে থাকছেন তানজিম হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তবে ওয়ানডানে থাকছেন লিটন দাস আর চারে থাকছেন নাঈশ শেখ।
পাঁচে তাওহীদ হৃদয় ও ছয়ে শামিম হোসেন। সাতে জাকের আলী। আর একাদশে থাকতে পারেন নাসুম আহমেদ। আর বাকি তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সেখানে প্রথম ম্যাচে সেখানে থাকতে পারেন তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















