টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টিতে সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে লিটন দাসের দল। রোববার সন্ধ্যায় ডাম্বুলায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ হারের ধারায় বাংলাদেশ। তবুও সিরিজ বাঁচা-মরার ম্যাচে লড়াই করার আশাবাদ ব্যক্ত করলেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন,‘আগের ম্যাচে যেসব জায়গায় ভালো করতে পারিনি, সেসব জায়গায় উন্নতি করাই লক্ষ্য আমাদের।’
এছাড়া সিমন্স, ‘আমাদের আরও বেশি রান করতে হবে, প্রথম ছয় ওভারে আরও ভালো খেলতে হবে। একটা নির্দিষ্ট মান ধরে খেলতে পারলেই প্রতিপক্ষের সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব। এখন সেটাই লক্ষ্য আমাদের।’
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ। সে সময় ডাম্বুলায় ২৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















