ওয়ানডে ক্রিকেটে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ! ক্যারিয়ারের শুরু থেকেই লিটন দাসের পারফরম্যান্স নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সম্প্রতি রান পেতে নিয়মিতই তাকে সংগ্রাম করতে হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডে ডাক মারার পর প্রথম টি-টোয়েন্টিতে করেন ৬ রান।
তবুও ধুকতে থাকা লিটনের সামর্থ্যে অগাধ আস্থা প্রধান কোচ ফিল সিমন্সের। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আমরা জানি সে কী করতে পারে। আমরাও তার সাথে কঠোর পরিশ্রম করে যাচ্ছি, তাকে সেখানে ফিরিয়ে নিতে। আশা করি পরের ম্যাচে সে ঘুরে দাঁড়াতে পারবে। দ্রুতই সে নিজের সামর্থ্যটা দেখাতে পারবে।’
দলের ব্যর্থতা নিয়ে সিমন্স বলেন,‘যেসব জায়গায় আগের ম্যাচে ভালো করতে পারিনি সেসব জায়গায় ভালো করা। আমরা জানি আমাদের আরও রান করতে হবে। একইসাথে প্রথম ৬ ওভারে আরও ভালো বোলিং করতে হবে। উন্নতি করতে হবে, কিছু ব্যাপারে কিছু লেভেলে যেতে হবে, যদি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমরা এসব করতেই মুখিয়ে আছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















