উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শুরুর প্রথম দিনই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়েছে আলভারেজরা। ম্যাচের সতীর্থ জুলিয়ান আলভারেজের জোড়া গোলেই মূলত জয় পেয়েছে ম্যানটেস্টার সিটি। আরেকটি গোল এসেছে স্প্যানিশ তারকা রদ্রির পা থেকে।
মঙ্গলবার রাতে জি গ্রুপের ম্যাচে বিরতির আগে পিছিয়ে পড়ে আলভারেজরা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই অচেনা এক সিটিকে দেখতে পায় দর্শকরা। গত বারের ট্রেবলজয়ী সিটি ৭৬ শতাংশ সময় বল দখলে রাখলেও প্রথম গোলের দেখা পেতে বেশ কাঠখড় পোহাতে হয়েছে। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ৪৫তম মিনিটে মিরকো ইভানিচের পাস থেকে সিটিকে পিছিয়ে দেন ওসমান বুকারি। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ।
হাফ টাইমের পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। বিরতির পর দ্বিতীয় মিনিটেই স্কোরলাইনে সমতা আনেন আলভারেজ। এরপর মিনিটে আলভারেজের ফ্রি-কিক পাঞ্চ করার চেষ্টায় ব্যর্থ হন গ্লেজার। ফলে ব্যক্তিগত ও দলের দ্বিতীয় গোল পেয়ে যান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। এরপর ম্যাচের জয় নির্ধারক শেষ গোলটি আসে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কল্যাণে। খেলা শেষ হয় ৩-১ গোলে।