গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। বিগব্যাশের দল হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ১ রানের জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল। ম্যাচের ১৯তম ওভারে খালেদ আহমেদের জোড়া শিকারে ম্যাচে ফেরে রংপুর। সেই ওভারে ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
ফলে ম্যাচ জিততে হলে শেষ ওভারে ১৩ রান করতে হতো হোবার্টকে। তবে শেষ ওভরে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ১১ রান তুলতে পারে হোবার্ট। আর তাতে ১ রানের জয় পেয়ে যায় রংপুর। ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন খালেদ। ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে খালেদ বলছিলেন, ‘আলোচনাটা সাধারণই হচ্ছিল। আমাকে বলা হচ্ছিল যে তুমি তোমার শক্তি অনুযায়ী বল করো। আর কিছু চিন্তা করো না, আমি সেই অনুযায়ী আমি আমার শক্তিমত্তার মধ্যেই ছিলাম।’
এছাড়া তিনি বলেন,‘আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে আমার স্ত্রী প্রত্যেক ম্যাচের আগে আমার সাথে কথা বলে। ও সব সময় বলে যে আমি সেরা। তারপর বলে আমি চাই যে তুমি প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হও। তো আমার স্ত্রীকে ধন্যবাদ।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















