নিউজিল্যান্ডের বোলারদের ওপর ঝাল মিটাচ্ছেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড জুটি। ধর্মশালায় টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লেতে ১১৮ রান তুলে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন তারা।
পেস বা স্পিন কোন কৌশলেই এই দুই ব্যাটারকে থামাতে পারছেন না কিউই বোলাররা। ১৩ তম ওভারের ৫ম বলে ব্যক্তিগত ৭০ রানে স্যান্টনারকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন হেড। ডানদিকে ঝাপিয়ে তা ধরার চেষ্টা করেও সফল হননি স্যান্টনার। অস্ট্রেলিয়ার রান তখন ছিলো বিনা উইকেটে ১৪৩।