প্রিমিয়ার লিগ জায়ান্ট আর্সেনালের সঙ্গে ব্যক্তিগত শর্তে চুক্তি করতে সম্মত হয়েছেন ভ্যালেন্সিয়ার সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান মোস্কেরা। বিবিসি স্পোর্টের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এই ২১ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডারকে দলে টানার পথে আরেকটি ধাপ এগিয়ে গেছে গানাররা।
এর আগে জানা গিয়েছিল, মোস্কেরাকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছিল আর্সেনাল। এবার সেই আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ শেষ হয়েছে।
দলের ডিফেন্সে উইলিয়াম সালিবা ও গ্যাব্রিয়েল মাগালহাইসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য তরুণ ডিফেন্ডার খুঁজছিলো মিকেল আর্তেতার দল। মোস্কেরা শুধু সেন্টার-ব্যাকই নন, প্রয়োজন হলে রাইট-ব্যাকেও খেলতে পারেন। সম্প্রতি চুক্তি বাতিল করে ক্লাব ছাড়েন তাকেহিরো টোমিয়াসু, তার শূন্যস্থান পূরণে মোস্কেরাকে দলে ভেড়াচ্ছে আর্সেনাল।
স্পেন অনূর্ধ্ব-২১ দলের এই খেলোয়াড় ভ্যালেন্সিয়ার হয়ে ৯০ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে লা লিগার ৩৮ ম্যাচের ৩৭টিতেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি, যা তার ধারাবাহিকতা এবং ফিটনেসের বড় প্রমাণ।
চলমান ট্রান্সফার উইন্ডোতে বেশ সক্রিয় আর্সেনাল। রিয়াল সোসিয়েদাদ থেকে মার্টিন জুবিমেন্ডি, ব্রেন্টফোর্ড থেকে ক্রিশ্চিয়ান নরগার্ড এবং চেলসি থেকে গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে ইতোমধ্যে দলে টেনেছে লন্ডনের ক্লাবটি।
এছাড়া স্পোর্টিং লিসবনের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিয়োকেরেসকেও দলে টানার খুব কাছাকাছি রয়েছে গানাররা। ৭৩.৫ মিলিয়ন ইউরো (৬৩.৫ মিলিয়ন পাউন্ড) মূল্যের এই ডিল আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















