প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশনের পর নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে লেস্টার সিটি। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন বছরের চুক্তিতে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দলটির নতুন কোচ হয়েছেন স্প্যানিশ কোচ মার্তি সিফুয়েন্তেস।
এই লেস্টারেই খেলছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। গত মাসেই কোচ রুড ফন নিস্টলরয়কে বরখাস্ত করেছিল লেস্টার। চলতি বছরের মে মাসে প্রিমিয়ার লিগের ১৮তম স্থানে থেকে অবনমন নিশ্চিত হয় লেস্টারের।
নতুন দায়িত্ব নিয়ে সিফুয়েন্তেস বলেন, ‘এই ক্লাবের গৌরবময় ইতিহাস আছে। তাদের নতুন অধ্যায় রচনার দায়িত্ব পাওয়া আমার জন্য দারুণ সম্মানের।’
৪৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচ এর আগে সুইডিশ ক্লাব হামারবিকে সুইডিশ কাপের ফাইনাল এবং উয়েফা কনফারেন্স লিগে তুলেছিলেন। এরপর ২০২৩ সালের অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্সের দায়িত্ব নেন। তবে গত এপ্রিল মাসে চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডের আগে তাকে ছাঁটাই করে কিউপিআর, যারা শেষ পর্যন্ত ১৫তম স্থানে থেকে অবনমন এড়ায়।
আগামী ১০ আগস্ট শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে নতুন মৌসুম শুরু করবে লেস্টার সিটি। গত মৌসুমে হামজা চৌধুরী লোনে খেলেছিলেন শেফিল্ড ইউনাইটেডে, তবে প্লে-অফে হেরে প্রিমিয়ার লিগে উঠতে পারেননি। এবার লেস্টারের হয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় থাকবেন বাংলাদেশি মিডফিল্ডার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















