বাংলাদেশের বিপক্ষে অঘোষিত ফাইনালে টস জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে কলম্বতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিত টস হরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
চলতি সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়। সিরিজের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে ৭ উইকেটে জিতে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ডাম্বুলায় দুর্দান্ত প্রত্যাবর্তনে স্বাগতিকদের ৮৩ রানে হারিয়ে সমতা টানে লিটন দাসের দল। এর আগে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ২১টি। যার মধ্যে মাত্র ছয়টিতে জিতেছে তারা, হেরেছে ১৪টিতে। ড্র হয়েছে বাকিটি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেবল একবারই পিছিয়ে পড়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড আছে! তা ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সাত বছর পর শ্রীলঙ্কার মাটিতে সেই সুখস্মৃতি ফেরানোর হাতছানি টাইগারদের সামনে।
বাংলাদেশ দল আজকের ম্যাচে দুটি পরিবর্তন এনেছে। মেহেদী হাসান মিরাজের জায়গায় এসেছেনস শেখ মেহেদী। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের জায়গায় ঢুকেছেন তানজিম হাসান।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















