টেস্ট ও ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অঘোষিত ফাইনালে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজ জিতে শেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক লিটন দাস জানিয়েছেন ঘুরে দাঁড়ানোর গল্প।
লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হারের পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। প্রথম ম্যাচে রান না পেলেও, পরের দুই ম্যাচে লিটনের ব্যাট হেসেছে।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘মানসিকভাবে পিছিয়ে কখনও ছিলাম না। আপনি প্রতিদিন আপনার অফিসেও খুব একটা ভালো ফিল করবেন না। ক্রিকেটটা মাঝেমধ্যে একটু ফিলিংসেরও দরকার আছে। আমার মনে হয়, যেহেতু রান পাচ্ছিলাম না বড় ইনিংসে। চেষ্টা করেছি শতভাগ দেয়ার।
টাইগার অধিনায়ক আরও বলেন, ‘সবসময় চেষ্টা থাকে শতভাগ দেয়ার। অনুশীলনও করি। বিশ্বাস সবসময় আছে। ১০ বছর ধরে ক্রিকেট খেলছি। যেহেতু অনেক দিন ধরে রান করতেসিলাম না। চেষ্টা ছিল সুযোগ কখন আসব। সেই সুযোগ কীভাবে কাজে লাগাতে পারি।
দ্বিতীয় ম্যাচ অনেক বড় ব্যবধানে জেতা। টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ রানে জেতা সবসময় বড় অর্জন। আত্মবিশ্বাস সবার মধ্যেই ছিল, দল হিসেবে। আমরা বিশ্বাস করি আমরা ভালো ক্রিকেট খেললে জিততে পারব।’
প্রথম টি-টোয়েন্টিতে রান পাননি লিটন। তবে পরের দুই ম্যাচে ভালো করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৭৬ এবং শেষ ম্যাচে ৩২ রান করেছেন লিটন। দারুণভাবে কামব্যাক করতে কার সহায়তা নিয়েছেন এমন প্রশ্নে লিটন বলেন, ‘কামব্যাকের জন্য আসলে কারও সঙ্গে কাজ করিনি, ক্রিকেটটা তো ব্যক্তিগত। নিজে নিজে যতটা চেষ্টা করবেন সেটাতে কাজ হবে বেশি। কিছু মানুষ তো আপনার পাশে থাকবে সাহায্য করতে। সেই হেল্পটা যদি মোটিভেশন হয় সেটা আরও ভালো। নিজের পরিশ্রম নিজেই করে যাওয়া দরকার।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















