নাটকীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১২-১১ ব্যবধানে হারিয়ে রাগবি বিশ্বকাপ জয় করেছে দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা রেকর্ড চতুর্থবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখাল।
টানটান উত্তেজনায় ম্যাচ শেষ হলেও শুরুতে দক্ষিণ আফ্রিকার একচ্ছত্র আধিপত্য ছিল। পাত্তাই পাচ্ছিল না নিউজিল্যান্ড। হ্যান্ড্রে পোলার্ডের অসাধারণ দক্ষতায় এক পর্যায়ে দ্য স্প্রিংবকরা ৯-৩ ব্যবধানে এগিয়ে গিয়েছিল।
এমনিতেই দক্ষিণ আফ্রিকার পরিস্কার ব্যবধানে এগিয়ে ছিল, তারওপর নিউজিল্যান্ডের অধিনায়ক লাল কার্ড দেখায় অল ব্ল্যাকসরা বিপর্যয়ের মুখে পড়েছিল। কিন্তু দারুণভাবে তারা ঘুরে দাঁড়ায় এবং ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি, হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
এ জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো। এ পর্যন্ত চারবার শিরোপা জয় করেছে তারা। রাগবি বিশ্বকাপের এটা ছিল দশম আসর। কিন্তু নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই আসরে দ্য স্প্রিংবকরা টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। ফলে আটবার অংশ নিয়ে চারবার শিরোপ জিতে রাগবিতে তাদের আধিপত্য নিশ্চিত করেছে। ১৯৯৫ সালে তারা প্রথমবার শিরোপা জিতেছিল। দ্বিতীয়বার শিরোপা জিততে দলটিকে এক যুগ অপেক্ষা করতে হয়েছিল। অর্থাৎ ২০০৭ সালে দ্বিতীয় শিরোপা জয়।
তৃতীয়বার বিশ্ব চ্যম্পিয়ন হতে আবারো দক্ষিণ আফ্রিকাকে এক যুগ অপেক্ষা করতে হয়। অর্থাৎ ২০১৯ সালে তারা তৃতীয় শিরোপা জয় করে নিউজিল্যান্ডের পাশে বসে। ফলে এবার উভয় দেশের সামনে রেকর্ড চতুর্থবার শিরোপা জয়ের সুযোগ ছিল। ফ্রান্সের মাটিতে অনুষ্ঠিত সেই সুযোগটা কাজে লাগিয়ে নিউজিল্যান্ডকে পেছনে ফেললো দক্ষিণ আফ্রিকা।