১২ বছর পর আরও একটি বিশ্বকাপ জিততে মুখিয়ে আছে ভারত। এবার তারা একক আয়োজকও। বিশ্বকাপ জিততে যে কয়েকজনের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকে টিম ইন্ডিয়া তার মধ্যে অন্যতম রোহিত শর্মা। বেশি বয়সী ক্রিকেটার হিসেবে দলকে নেতৃত্ব দেয়ার দায়ীত্ব পাওয়া রোহিত এবার অধিনায়ক হিসেবে একটা মাইলফলকের সামনে দাঁড়িয়ে। লক্ষ্ণৌয়ে আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে একশ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন রোহিত শর্মা।
ভিরাট কোহলি থেকে দলের দায়ীত্ব পাওয়ার এই পর্যন্ত ৫১ টি-টোয়েন্টি, ৯ টেস্ট ও ৩৮ ওয়ানডে ম্যাচ নেতৃত্ব দিয়েছেন। তিন ফর্মেটে তার জয়ের হার শতকরা ৭০ ভাগ। আলাদা হিসাব করলে ৫১ টি-টোয়েন্টিতে জয় পেয়েছেন ৩৯ ম্যাচে, হেরেছেন ১২ ম্যাচ। শতকরা হারে জয় ৭৬.৪৭ ভাগ। ৯ টেস্টে ৫ জয়ের বিপরীতে আছে দুটি করে ড্র ও পরাজয়। জয়ের হার শতকরা ৭১.৪২ ভাগ। ওয়ানডে ম্যাচে তার সাফল্য ৭৩.৬৮ ভাগ। বিশ্বকাপে ভারতীয় দল যে ছন্দে আছে তাতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ই দেখছেন ভক্তরা।
অধিনায়ত্ব নেয়ার দুই বছরের মধ্যে মধ্যে দুটি বিশ্বকাপ, একটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দু’টি এশিয়া কাপ খেলেছেন রোহিত শর্মা। ফলে দলকে একটা শিরোপা এনে দেয়ার চ্যালেঞ্জটাও তার কাছে বেশি। এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। যেহেতু অধিনায়ক হিসেবে তার বড় সাফল্য নেই তাই বিশ্বকাপটা জিততে মুখিয়ে আছেন রোহিত।
শিরোপা জিততে যা যা দরকার তার সবই আছে ভারতীয় দলে। ব্যাটার ছন্দে আছেন। বোলিংয়ে পেসারদের পাশাপাশি স্পিনাররাও সাফল্য পাচ্ছেন। সবচেয়ে বড় ব্যাপার রোহিত নিজেই প্রতি ম্যাচেই রান পাচ্ছেন। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও পরের চার ম্যাচে রান করেছেন যথাক্রমে ১৩১, ৮৬, ৪৮ ও ৪৬। আজকের ম্যাচে ইংল্যান্ডকে হারালেই প্রথম দল হিসেবে এবারের আসরে সেমিফাইনালে উঠে যাবে ভারত। বিশ্বকাপের শেষ চারে ভারতের খেলার বিষয়টি একপ্রকার নিশ্চিত হলেও কিছু সমীকরণ মেলাতে হবে। কিন্তু আজ জয় পেলে কোন ধরনের সমীকরণ ছাড়াই শেষ চারে পৌঁছে যাবে রোহিত-ভিরাটরা।