বাংলাদেশ ‘এ’ দল এবার অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে। এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে আরও ১০টি দল, যার মধ্যে রয়েছে পাকিস্তান শাহীন্স, নেপাল এবং বিগ ব্যাশ লীগের কয়েকটি দল।
অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ হাই পারফর্ম্যান্স (এইচপি) দলের বিপক্ষে। ম্যাচগুলোর সূচি ছিল ১ আগস্ট থেকে, তবে এগিয়ে এনে শুরু হচ্ছে আগামীকাল ৩১ জুলাই। বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ আগস্ট।
চট্টগ্রামে অনুশীলন ক্যাম্পে আছে এইচপি দলের ২৮ ক্রিকেটার, যাদের মধ্যে আছেন রকিবুল হাসান, রিপন মন্ডল ও জিসান আলম। গেল ১৭ জুন থেকে তারা নিয়মিত অনুশীলনে ব্যস্ত।
অন্যদিকে, ‘এ’ দলের ক্রিকেটাররাও প্রস্তুতি নিতে পিছিয়ে নেই। সুযোগ পেলেই মিরপুরে ঘাম ঝরিয়েছেন আকবর আলী, আফিফ হোসেন ধ্রুব ও অন্যরা। দুই দলের খেলোয়াড়রাই এখন প্রস্তুত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সামর্থ্য দেখাতে।
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল ৯ আগস্ট, তবে তা দুই দিন এগিয়ে ৭ আগস্ট দেশ ছাড়বে ‘এ’ দল। সফরে ভালো পারফরম্যান্সের মাধ্যমে ভবিষ্যতের জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মুখিয়ে আছেন তরুণরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















