বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ানোর ঘটনায় অধিনায়ক সাকিব আল হাসানের চরম ব্যক্তি আক্রমণের শিকার হয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু সে ঘটনার পর থেকে “স্পিকটি নট” হয়ে আছেন তামিম। কারও ব্যাপারেই তিনি কোন মন্তব্য করেন নি তিনি। এমনকি ক্রিকেট থেকেই দূরে আছেন তামিম। খেলছেন না ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর টুর্নামেন্ট ন্যাশনাল ক্রিকেট লিগ, এনসিএলে। সম্প্রতি দেশের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক পত্রিকা প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়েছিলেন। কথা বলবেন না, বলবেন না বলেও মিনিট তিনেকের মতো কথা বলেছেন তামিম ইকবাল। অল্প কথায় বিশ্বকাপে খেলা ১৫ জন ক্রিকেটার ও তাদের পরিবারের সদস্যদের কথা বিবেচনায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তামিম। নিজের ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে খোলাসা করে কিছু বলেন নি। হয়তো ফিরতে পারেন আবার নাও ফিরতে পারেন এমনটাই জানালেন তিনি।