বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে ভারত। ডাচদের উপর রীতিমত ব্যাটিং তান্ডব চালাচ্ছে স্বাগতিকরা।
দশ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৯১ রান। দুই ওপেনারের মধ্যে সবচেয়ে আগ্রাসী ছিলেন শুবমান গিল। ২৬ বলে ৪৭* রান করে অপরাজিত আছেন তিনি। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৩৪ বলে অপরাজিত ৪২* রান করেছেন।