বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে সবার উপরে থেকে সেমিফাইনালে খেলতে যাচ্ছে ভারত। আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা নেদারল্যান্ডস। সেরা হয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করার পরও শেষ ম্যাচে প্রতিপক্ষকে কোনোরকম ছাড় দেয়নি রোহিত শর্মার দল। টস জিতে আগে ব্যাট হাতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান করেছে স্বাগতিক দলটি।
বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বারের মতো চারশ রানের ইনিংস দেখলো ক্রিকেটপ্রেমীরা। এর আগে দক্ষিণ আফ্রিকা ৪২৮ রানের একটা ইনিংস খেলেছিল। তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। চারশ রানের অন্য ইনিংসটি খেলেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে তারা ৪০১ রান করেছিল।
বিশ্বকাপে অন্যতম ফেভারিট এবার ভারত। এরই মধ্যে তার প্রমাণও দিয়েছে দলটি। আজকের ম্যাচের আগ পর্যন্ত খেলা ৮ ম্যাচেই জয় পেয়েছে। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল তারা। ব্যাট হাতে আজ ডাচ বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছে স্বাগতিক ব্যাটাররা।
টস জয়ের আগে ব্যাট হাতে ক্রিজে আসা ভারতের সব ব্যাটারাই রান উৎসব করেছে। অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার শুভমান গিল, সাবেক অধিনায়ক বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ের লোকেশ রাহুল- প্রত্যেকেই ৫০ রানে কোটা পার হয়েছে। শ্রেয়াস আইয়ের ও লোকেশ রাহুল তো তিন অঙ্কের জাদুকরী রানের দেখা পেয়েছেন।
টস জিতে রোহিত শর্মা ও শুভমান গিল ব্যাট হাতে ডাচ বোলারদের ওপর চড়াও হন। একের পর এক তারা বলকে সীমানার বাইরে পাঠিয়েছেন। শুভমাল গিল তো টর্নেডো ইনিংস খেলেছেন। মাত্র ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। তিন বাউন্ডারির পাশাপাশি চারটি ওভার বাউন্ডারিতে সাজানো গিলের ইনিংসটি। তার টর্নেডো ব্যাটিংয়ের কল্যাণে দ্বাদশ ওভারে ভারতের দলীয় রান একশতে পৌঁছায়।
ওয়ান ডাউন ব্যাটার বিরাট কোহলিও গিলের মতো ৫১ রানের ইনিংস খেলেছেন। তবে বল মোকবেলা করেছেন ৫৬টি। রোহিত শর্মা খেলেছেন ৬১ রানের ইনিংস। তবে ভারতীয় দলের মূল রানটা এসেছে চতুর্থ উইকেটে। ব্যাট করেছেন শ্রেয়াস আইয়ের ও লোকশে রাহুল। উভয়ে সেঞ্চুরি করেছেন। ২০৮ রানের পার্টনারশিপ তাদের।
লোকেশ রাহুল সেঞ্চুরি (১০২) করেই আউট হয়ে যান। মাত্র ৬৪ বলে এই ইনিংসটি খেলেছেন তিনি। ১১টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। শ্রেয়াস আইয়ের ১২৮ রানে অপরাজিত। ৯৪ বলে এই ইনিংসটি খেলতে তিনি ১১টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকান।