শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে অনেকটা হেসেখেলেই জিতেছে ভারত। আর এ জয়ের পর পাকিস্তানকে খোঁচা মারলেন ইরফান পাঠান। অবশ্য শুরুটা করেছিলেন পাকিস্তানের শোয়েব আক্তার। ফাইনালের আগে ভারতকে উদ্দেশ্য করে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস শোয়েব বলেছিলেন, এটা খালার বাড়ি নয় যে ভারত হেসেখেলে জিতে যাবে।’
কিন্তু দেখা গেলো, শ্রীলঙ্কাকে প্রতিদ্বন্দ্বিতাহীন এক ফাইনালে হারিয়ে এশিয়া কাপে ৮ম শিরোপা জিতলো রোহিত শর্মার দল। কলম্বোয় ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ১৫.২ ওভারের মধ্যে ৫০ রানে অলআউট করে দেন ভারতের বোলাররা। যে রান তাড়া করতে দুই ওপেনারের লেগেছে মাত্র ৩৭ বল। আর এজন্য পাকিস্তান এক হাত দেখে নিলেন ইরফান।
এই সুযোগে একসময়ের মাঠের প্রতিপক্ষকে খোঁচা মারতে ভুল করেনি সাবেক বাঁ-হাতি পেসার ইরফান খান পাঠান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একাধিক টুইট করেছেন। তার মধ্যে একটি এ রকম- ‘প্রতিবেশীরা এখনো আওয়াজ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের আওয়াজ কলম্বো পর্যন্ত পৌঁছায়নি।’
ইরফান আরেকটি টুইটে লিখেছেন, ‘এশিয়া কাপ জিতে এবার বিশ্বকাপে চলো। শাবাশ ভারত। এবারের এশিয়া কাপে কোনো দলই পূর্ণ শক্তির ভারতের কাছাকাছি আসতে পারেনি।’