বিশ্বকাপ সূচীতে নানা পরিবর্তন নিয়ে সমালোচনা কম হয়নি। নানা অসঙ্গিতো ছিলোই। এসব কিছুকে সঙ্গী করেই শেষের পথে ওয়ানডে বিশ্বকাপের তেরতম আসর। কিন্তু হঠাৎ করে নতুন নিয়ম যোগ করলো আইসিসি। ভারত ও দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ আছে সেমিফাইনাল না খেলেই ফাইনালে চলে যাওয়ার।