ক্রিকেট ইতিহাসের ১৪ জন ক্রিকেটার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের হয়ে একটি ম্যাচ না খেলেও ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছেন। অর্থাৎ তারা বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন কিন্তু মূল একাদশের হয়ে পুরো আসরে একটি ম্যাচও মাঠে নামার সুযোগ পাননি। এই খেলোয়াড়রা বিশ্বকাপ আসরের সবগুলো ম্যাচই অপেক্ষার প্রহর গুণে সাজঘরে কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেতেছিলেন।
১/ কলিন্স কিং (ওয়েস্ট ইন্ডিজ) -১৯৭৫
ক্লাইভ লয়েডের অধিনায়কত্বে ১৯৭৫ সালের একদিনের বিশ্বকাপ জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। কলিন্স কিং সেই দলের একমাত্র সদস্য, যিনি সেই আসরে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।
২/ ল্যারি গোমেজ (ওয়েস্ট ইন্ডিজ) -১৯৭৯
১৯৭৯ সালে ক্লাইভ লয়েডের নেতৃত্বেই টানা দ্বিতীয় বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ওয়েস্ট ইন্ডিজ। ল্যারি গোমেজ বিজয়ী দলের সদস্য হলেও পুরো আসরে কোন ম্যাচ খেলেননি।
৩/ ফাউদ বাক্কাস (ওয়েস্ট ইন্ডিজ) -১৯৭৯
ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ১৯৭৯ সালে বিশ্বকাপজয়ী মেডেল জিতলেও টুর্নামেন্টের একটি ম্যাচেও মূল একাদশে জায়গা পাননি ফাউদ বাক্কাস।
৪/ ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ) -১৯৭৯
লেজেন্ডারি ফাস্ট বোলার ম্যালকম মার্শাল ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের তৃতীয় সদস্য, যিনি দলের হয়ে কোনো ম্যাচ খেলতে মাঠে নামেননি।
৫/ সুনীল ভালসন (ভারত) -১৯৮৩
সুনীল ভালসন একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ দলের অন্যতম সদস্য হলেও সেই আসরের বিশ্বকাপে একটি ম্যাচেও মাঠে নামেননি। এমনকি বিশ্বকাপের পর আর কখনোই ভারতীয় দলে সুযোগ পাননি ভারতের এই অন্যতম সেরা ফাস্ট মিডিয়াম বোলার।
৬/ মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা) -১৯৯৬
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু ১৯৯৬ সালের বিশ্বকাপে দেশের হয়ে একটি ম্যাচ না খেলেও বিশ্বকাপ শিরোপা জিতেছেন।
৭/ উপুল চন্দনা (শ্রীলঙ্কা) -১৯৯৬
অর্জুনা রানাতুংগার অধিনায়কত্বে ১৯৯৬ সালের বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিলো শ্রীলঙ্কা। সেবার স্কোয়াডে থাকলেও আসরে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি উপুল চন্দনা।
৮/ রাসেল আরনল্ড (শ্রীলঙ্কা) -১৯৯৬
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আরনল্ড শ্রীলঙ্কার ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের হয়ে বিজয়ী পদক জিতলেও পুরো টুর্নামেন্ট সাইড বেঞ্চে বসে কাটিয়েছিলেন।
৯/ নাথান ব্র্যাকেন (অস্ট্রেলিয়া) -২০০৩
সাবেক অস্ট্রেলিয়ান পেসার নাথান ব্র্যাকেন ২০০৩ সালে রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তবে একটি ম্যাচেও তিনি খেলার সুযোগ পাননি।
১০/ নাথান হারিৎজ (অস্ট্রেলিয়া) -২০০৩
২০০৩-এর বিশ্বকাপে একটি ম্যাচও না খেলেই বিশ্বকাপজয়ী দলের হয়ে পদক জিতেছিলেন নাথান হারিৎজ।
১১/ মিচেল জনসন (অস্ট্রেলিয়া) -২০০৭
রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে ২০০৭ সালে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দে মেতে উঠে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার মিচেল জনসন বিজয়ী দলের সদস্য হলেও সেই আসরের একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি।
১২/ ব্র্যাড হাডিন (অস্ট্রেলিয়া) -২০০৭
সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্র্যাড হাডিন ২০০৭ সালে প্রথমবার বিশ্বকাপজয়ী দলের হয়ে পদক জেতেন। তবে সেইবার বিশ্বকাপের কোনো ম্যাচেই মূল একাদশে জায়গা পাননি তিনি। অবশ্য ২০১৫ সালে অস্ট্রেলিয়ার পঞ্চমবারের মতো শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
১৩/ টম কারেন (ইংল্যান্ড) -২০১৯
২০১৯ সালে বিশ্বকাপের সর্বশেষ আসরে ইংল্যান্ড স্কোয়াডে থাকলেও মূল পর্বের ১১টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ না খেলেও বিশ্বকাপ শিরোপা জিতেছেন ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার টম কারেন।
১৪/ লিয়াম ডওসন (ইংল্যান্ড) -২০১৯
লিয়াম ডওসন ইংল্যান্ডের ২০১৯ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও পুরো আসর তাকে সাজঘরে বসেই উপভোগ করতে হয়েছে।