১৩তম ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে তৃতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামা স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
চলতি বিশ্বকাপে ১০ ম্যাচ খেলে একটি ম্যাচেও পরাজয় বরণ করেনি রোহিতের দল। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করলেও এখন পর্যন্ত টানা আট ম্যাচ অপরাজিত অস্ট্রেলিয়া। দুই দলই সেমিফাইনালের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে।
অস্ট্রেলিয়া একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।