কথা রেখেছেন প্যাট কামিন্স। ভারতীয় দর্শকদের গর্জন থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। শেষ পর্যন্ত তাই হয়েছে। ভারতীয়দের সব গর্জন থামিয়ে দিয়েছে তার দল।
ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর প্যাট কামিন্স বলেন, শেষ ম্যাচের জন্য আমরা আমাদের সেরা খেলাটা জমিয়ে রেখেছিলাম। আমরা চিন্তা করেছিলাম রান তাড়া করার জন্য আজকের রাতটা বেশ উপযোগী। একই সঙ্গে সহজও হবে।
আমি যতটা ভেবেছিলাম পিচ তার থেকে ধীর গতির ছিল। আমরা লাইন ও লেন্থ বজায় রেখে বল করেছি। আমাদের ছেলেরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলেছে। আমরা খাদের কিনারায় ছিলাম তবে ছেলেরা নিজেদের উজাড় করে দিয়েছিল।
এ ম্যাচে আমরা ভারতকে তিনশ রানের নিচে বেঁধে রাখার পরিকল্পনা করেছিলাম। তবে তাদেরকে আরও কম রানে আটকে দিয়েছি। ট্রাভিস হেড সব মনোযোগ একাই কেড়ে নিয়েছিল। যাহোক ভারতের মাটিতে বিশাল দর্শকের সামনে খেলা দারুণ একটা ব্যাপার। আমরা এখন বিশ্বকাপ জয় করেছি। সবাই উদযাপনের জন্য অপেক্ষা করছে। অনেক অনেক দিন আমরা এই বছরটার কথা মনে রাখবো।