বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন সফলভাবে শেষ করতে পারায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হয়েছে। ভারতের দশটি স্টেডিয়ামে এবারের টুর্নামেন্টের খেলা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জয় করেছে। আইসিসির এবারের টুর্নামেন্টে সর্বাধিক দর্শক উপভোগ করেছে।
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের সাফল্যে আমরা আনন্দিত। এবারের বিশ্বকাপ ছিল এ যাবতকালের সবচেয়ে বড় টুর্নামেন্ট। সবচেয়ে বেশি দর্শক এবারের বিশ্বকাপ উপভোগ করেছেন।
বার্কলে বলেন, আমি ভারতের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই। সত্যিকারভাবেই তারা একটা চমৎকার টুর্নামেন্ট উপহার দিয়েছে। একই সঙ্গে আমি ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের ধন্যবাদ দিতে চাই।
আমি ধন্যবাদ দিতে চাই অংশগ্রহণকারী দলগুলোকে। দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়ার জন্য থাকছে বিশেষ ধন্যবাদ। শিরোপা জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন।