বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপে নিজেদের মাঠে আরবি লাইপজিগের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পেয়েছে। এ জয় এক ম্যাচ বাকি থাকতে তাদেরকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
পাঁচ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট ম্যানসিটি পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। লিপজিগ ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ম্যানসিটির পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে।
ম্যানসিটির হয়ে এদিন গোল করেছেন আর্লিং হালান্ড, ফিল ফোডেন ও হুলিয়ান আলভারেজ।
লোইন ওপেন্দার জোড়া গোলে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। ১৩ ও ৩৩ মিনিটে গোল দুটো করেন তিনি। নিজেদের মাঠের খেলায় এমন ফল ম্যানসিটির জন্য মেনে নেওয়া কঠিন। তাইতো দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করে জয় তুলে নেয় সিটিজেনরা। ৫৪ মিনিটে আর্লিং হালান্ডের গোলে প্রথমে ব্যবধান কমায় ম্যানসিটি।
এই গোলের মাঝ দিয়ে হালান্ড আরো একটা রেকর্ড নিজের করে নিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৪০ গোলের কীর্তি গড়েছেন তিনি। ৩৫ ম্যাচে এ কীর্তিতে পৌঁছান তিনি। এর আগে এ কীর্তি ছিল ডাচ স্ট্রাইকার রুদ ফন নিস্তেলরয়ের।
এছাড়া আরও একটা রেকর্ড নিজের করে নিয়েছেন। কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৪০ গোলের কীর্তি স্পর্শ করেছেন, টপকে গেছেন কিলিয়ান এমবাপ্পেকে।
৭০ মিনিটে ফিল ফোডেন সমতা ফেরান। আর ৮৭ মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যানসিটি সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। নিশ্চিত পয়েন্ট হারানো থেকে রক্ষা করেন দলকে।