উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ স্টেজ ম্যাচগুলো প্রায় শেষ পর্যায়ে। আজ রাতে গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ গ্রুপের দলগুলো মাঠে নামবে। শেষ ষোলোর লড়াইয়ে কার সামনে কেমন সমীকরণ তা এক নজরে দেখে নেয়া যাক।
‘এ’ গ্রুপ
বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন এফসি এবং গালাতাসারে আছে চ্যাম্পিয়ন লিগের এবারের আসরে গ্রুপ ‘এ’- তে। ইতিমধ্যে চার ম্যাচ খেলেই শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন। রাতে জার্মান জায়ান্টদের প্রতিপক্ষ ডেনিশ ক্লাব কোপেনহেগেন। অন্যদিকে তার্কিশ ক্লাব গালাতাসের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্ন বাদে গ্রুপের বাকী তিন দলই নিজেদের চার ম্যাচে মাত্র একটি করে জয় পেয়েছে। তাই শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকতে আজ এই তিন দলেরই জয়ের কোনো বিকল্প নেই।
‘বি’ গ্রুপ
এই গ্রুপের চার দল হচ্ছে আর্সেনাল, সেভিয়া, পিএসভি এবং লঁস। এখনো কোনো দলই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করতে পারেনি। তবে চার ম্যাচের তিনটায় জয় নিয়ে শীর্ষস্থান দখলে রেখেছে ‘গানার্স’ খ্যাত আর্সেনাল। পিএসভি ও লঁস সমান পাঁচ পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান করছে। স্প্যানিশ ক্লাব সেভিয়া ২ পয়েন্ট নিয়ে টেবিলের একদম নিচে অবস্থান করছে। আজ যদি লঁসকে হারাতে পারে তবে টেবিলের শীর্ষে থেকেই শেষ ষোলো নিশ্চিত করবে আর্সেনাল। এরপর তাঁরা নিজেদের শেষ ম্যাচে সেভিয়াকে হারাতে পারলে শেষ ষোলোতে উঠবে পিএসভি। অন্যদিকে লঁস যদি আর্সেনালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা হারে এবং পিএসভি সেভিয়াকে হারিয়ে দেয় তবে শীর্ষ ষোলোতে জায়গা হবে না লঁসের। আবার পিএসভির বিপক্ষে জিততে না পারলে এবং লঁসের কাছে আর্সেনাল হারলে পরের পর্বে যেতে পারবে না সেভিয়া।
‘সি’ গ্রুপ
এবারের আসরে গ্রুপ ‘সি’ -তে একে অন্যকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ, নাপোলি, ইউনিয়ন বার্লিন এবং ব্রাগা। আগেই শেষ ষোলোতে পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। আজ নাপোলির বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করবে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপাধারীরা। অন্যদিকে রিয়ালকে হারাতে পারলেই শেষ ষোলোতে জায়গা করে নিবে নাপোলি। আবার তাঁরা যদি রিয়ালের বিপক্ষে ড্র-টাও নিশ্চিত করতে পারে এবং ইউনিয়ন বার্লিনের কাছে ব্রাগা হেরে যায় তাহলে শীর্ষ ষোলোর লড়াইয়ে নাম উঠবে নাপালির। তবে নাপোলি জিতলে এবং ব্রাগা নিজেদের ম্যাচটা জিততে পারলে তৃতীয় স্থানে থেকে ইউরোপা লিগের প্লে-অফ নিশ্চিত করবে। তাতে শীর্ষ দুইয়ে থেকে পরের পর্বে যেতে পারবে না ইউনিয়ন বার্লিন।
‘ডি’ গ্রুপ
গত আসরের ফাইনালিস্ট ইন্টার মিলান এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল সোসিয়েদাদ, বেনফিকা এবং সালসবুর্গকে। চার ম্যাচ খেলেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে ইন্টার মিলান এবং সোসিয়েদাদ। গ্রুপ পর্ব থেকে বাকী দুই দল আগেই বিদায় নিয়ে ফেলেছে। নিজেদের বাকী দুই ম্যাচে যেই দল বেশি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে তাঁরাই ইউরোপা লিগের নকআউট প্লে-অফে জায়গা করে নিবে।