উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ এক কামব্যাকের ম্যাচ উপহার দিল ইন্টার মিলান। একই সঙ্গে কেড়ে নিল বেনফিকার মুখের গ্রাস। আর কেড়ে নিল বেনফিকার হ্যাটট্রিকম্যান হোয়ার মারিও’র মুখের হাসি।
চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপের খেলায় বেনফিকার ম্যাচে ০-৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলান। পেয়েছে মূল্যবান পয়েন্ট। আর তাতেই নক আউট পর্বে খেলা নিশ্চিত হয়েছে ইতালিয়ান ক্লাবটির। ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট তাদের। সমান ম্যাচ সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে রিয়াল সোসিয়েদাদ গ্রুপে নেতৃত্ব দিচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগে এমন কামব্যাকের ঘটনা খুবই কম রয়েছে। ইন্টার মিলানের বেলায় তিন গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরে আসার এটাই প্রথম ঘটনা।
মাত্র ৩৪ মিনিটের মধ্যে হোয়াও মারিও হ্যাটট্রিক করে বেনফিকাকে ৩-০ গোলে এগিয়ে নিয়েছিলেন। ইউরোপীয় প্রতিযোগিতায় সাতবারের মোকাবেলায় ইন্টারের বিপক্ষে প্রথমবারের মত জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘটতে থাকে একের পর এক অবাক করা ঘটনা।
প্রথমে মার্কো আরনাউতোভিচ ৫১ মিনিটে গোল করে ব্যবধান কমান। সাত মিনিট পরই ডেভিড ফ্রাতেসি গোল করে ইন্টার সামনে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করেন। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেন অ্যালেক্সিস সানচেজ।