ইতালির সেরি- আ লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানের লড়াই বেশ জমে উঠেছে। আজ এক দল পয়েন্ট টেবিলের চূড়ায় উঠছে তো পরের দিন অন্য দল তাদেরকে সরিয়ে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় ইন্টার মিলানকে সরিয়ে শুক্রবার রাতে চূড়ায় উঠেছে জুভেন্টাস। মোঞ্জাকে ২-১ গোলে হারিয়ে জুভেন্টাসের এই অর্জন।
শুক্রবার রাতে অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস। এই জয়ের ফলে ১৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৩। ইন্টার মিলান ১৩ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ১৪তম ম্যাচে তারা জয় পেলে আবার জুভেন্টাস পিছিয়ে পড়বে।
মোঞ্জার বিপক্ষে জুভেন্টাসের জয়কে নাটকীয় জয় বলা যায়। অড্রিয়েন র্যাবিয়টের গোলে ১২ মিনিটে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। এই এক গোলেই তাদের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। এক গোলের ব্যবধানে তারা নির্ধারিত সময়ের শেষ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল। কিন্তু বিপত্তি দেখা দেয় ইনজুরি সময়ের খেলায়। এ সময়ের প্রথম মিনিটে স্বাগতিক দলের ভালেন্টিন কার্বোনি খেলায় সমতা ফিরিয়ে আনেন।
জুভেন্টাসের তখন পয়েন্ট হারানোর শঙ্কা। মুখের হাসিও ম্লান। কিন্তু ইনজুরি সময়ের শেষ মুহুর্তে ফেডেরিকো গাত্তি সেই হাসি ফিরিয়ে আনেন। অড্রিয়েন র্যঅবিয়টের কাছ থেকে বল পেয়ে গোলের সহজ সুযোগটি তিনি প্রায় নষ্ট করে ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটি পেয়ে যান তিনি। দলও স্বস্তির নিঃশ্বাস ফেলে।
এমন এক গোল করতে পেরে দারুণ উচ্ছ্বসিত গাত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, আমি এ সম্পর্কে কি-ই বা বলতে পারি। এটা দারুণ এক অনুভূতি। তবে আমরা যে গোলটি হজম করেছি তা ছিল লজ্জাজনক। যাহোক শেষ পর্যন্ত আমরা পুরো তিন পয়েন্ট পেয়েছি।’
জুভেন্টাস পরবর্তী ম্যাচ ৮ ডিসেম্বর। নাপোলির বিপক্ষে খেলবে এদিন তারা।