হঠাৎ এমন কি হয়ে গেলো যে, নারীদের ক্রিকেটে ঝড় তুলছেন বাংলাদেশের মেয়েরো? বিশ্বমঞ্চে বাংলাদেশের মেয়েরা এতোদিন খেলতেন সূচী রক্ষার স্বার্থে। আর এখন তো মাঠে নামছেন প্রতিপক্ষের বুকে কাপন ধরাতে। দেখাচ্ছেন দাপট। এতোটাই যে, আইসিসি’র পাঠানো হালনাগাদ র্যাঙ্কিংয়ের আলোচনায় শুরুতেই স্বর্ণার নাম। শুধু কি স্বর্ণা। এগিয়ে আসছেন দলের অন্যরাও।