শেষ হলো লুইস সুয়ারেজের ব্রাজিল মিশন। এরই মধ্যে ব্রাজিলিয়ান লিগে নিজের শেষ ম্যাচটিও খেলে ফেলেছেন এই উরুগুয়েন স্ট্রাইকার। এ ম্যাচে আবার জোড়া গোলও করেছেন। রিও ডি জেনিরোর মারকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে তার জোড়া গোলে গ্রেমিও ৩-২ গোলে হারিয়েছে ফ্লমিনিজকে।
গ্রেমিও’র জন্য সুয়ারেজ একটা স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন। তার ছোঁয়ায় গ্রেমিও যেনো হারানো উজ্জ্বল দিনগুলো ফিরে পেয়েছিল। তাই তো দীর্ঘ ১০ বছর ব্যবধানে লিগে আবার রানার্স আপ হয়েছে দলটি।
এদিকে সুয়ারেজে তার পারফরম্যান্সে গ্রেমিও সমর্থকদের মনেও জায়গা করে নিয়েছেন। সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি, তবে পেয়েছেন লিগের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। ৩৭ বছর বয়সী সুয়ারেজ জয় করেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। ক্রীড়া সাংবাদিকদের ভোটে তিনি এই পুরস্কার পেয়েছেন।
লিগে সুয়ারেজ গোল করেছেন ১৭টি। ২০ গোল করে অ্যাতলেটিকো মিনেইরোর পাউলিনহো সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
ভালোভাবে ব্রাজিল মিশন শেষ করলেও সবসময় সুয়ারেজের মাঝে একটা আতঙ্ক কাজ করছিল। দীর্ঘ পথ তো রয়েছেই, তার সঙ্গে যোগ হয়েছিল হাঁটুর ব্যথা। ফলে মিশন শেষ না করতে পারার একটা শঙ্কা সবসময় সঙ্গী ছিল সুয়ারেজের। মৌসুমে সুয়ারেজ ৫৩টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে তার গোল সংখ্যা ২৬।
পুরস্কার হাতে নিয়ে সুয়ারেজ বলেন, আমার বয়স ৩৭। এই বছরই আমি আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি। এই বছরই আমি আমার পরিবার থেকে সবচেয়ে বেশি সময় দূরে থেকেছি। ফলে এই পুরস্কারটা তাদের প্রাপ্য।
ম্যাচ শেষে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সুয়ারেজ কোনো উত্তর করেননি। তবে গ্রেমিও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, আমি সবসময় গ্রেমিও সমর্থকদের মনে করবো। একই সঙ্গে যারা আমাকে প্রতিপক্ষ হিসেবে সম্মান করেছে তাদেরও মনে রাখবো। প্রতিপক্ষ দলের সমর্থকরা আপনাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছে এটা একটা বিরল বিষয়। কিন্তু ব্রাজিলে আমার ক্ষেত্রে তেমন ঘটনা ঘটেছে।