মিরপুরের পিচ নিয়ে অসন্তোষ, সঙ্গে জুটল ডিমেরিট পয়েন্ট
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের পিচ ‘অসন্তোষজনক’ ছিল বলে জানিয়েছে আইসিসি। একই সঙ্গে ম্যাচ রেফারির প্রতিবেদনের ভিত্তিতে একটি ডিমেরিট পয়েন্টও জুটেছে।
দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর ম্যাচ অফিশিয়ালদের উদ্বেগের ব্যাপারটি আইসিসির কাছে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। প্রতিবেদন পর্যালোচনা করে ডিমেরিট পয়েন্ট দেওয়ার কথা জানিয়েছে আইসিসি।
ডেভিড বুন জানিয়েছেন, পিচ খেলার উপযোগী ছিল না। তাঁর কথা, ‘আউটফিল্ড খুবই দারুণ ছিল। বৃষ্টির পরও একই অবস্থা ছিল। তবে দেখে মনে হয়েছে, পিচ ম্যাচ উপযোগী ছিল না। যথেষ্ট শক্ত ছিল না এবং প্রথম দিনও ঘাসের দেখা পাওয়া যায়নি। প্রথম সেশন থেকে ম্যাচের পরের সময়টায় বাউন্স ছিল অধারাবাহিক। অনেক ডেলিভারিতেই বল পিচ থেকে লাফিয়ে উঠেছে। ব্যাটাররা সামনে খেলার সময় স্পিনারদের ডেলিভারিও ব্যাটারদের কাঁধের ওপর দিয়ে লাফিয়ে গেছে এবং কখনো কখনো খুব নিচু হয়ে গেছে।
১৪ দিনের ভেতর এর বিরুদ্ধে আপিল করতে পারবে বিসিবি।
ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদিও পিচ নিয়ে তার অসন্তোষের বিষয়টি গোপন করেননি। বরং খোলাখুলিভাবেই পিচের সমালোচনা করে বলেন, তার খেলা সবচেয়ে বাজে পিচ এটি।
অবশ্য মাঠের আউটফিল্ড নিয়ে প্রশংসা আছে আইসিসির প্রতিবেদনে।