চূড়ান্তভাবে নির্বাচিত পুরুষ ও নারী সেরা গোলরক্ষকের নাম ঘোষণা করেছে ফিফা। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সেরা হওয়ার দৌড়ে নির্বাচিত নারী গোলরক্ষকের তালিকায় রয়েছেন ওয়েস্টহাম ইউনাইটেডে খেলা অস্ট্রেলিয়ার ম্যাকেঞ্জি আর্নল্ড, বার্সেলোনায় খেলা স্পেনের কাতালিনা কোল, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ইংল্যান্ডের মারি আর্পস।
পুরুষ গোলরক্ষকের তালিকায় রয়েছেন সেভিয়াতে খেলা মরক্কোর ইয়াসিন বোনু, রিয়াল মাদ্রিদের বেলজিয়ামের গোলরক্ষক থিবু কর্তোয়া ও ম্যানচেস্টার সিটি ব্রাজিলের গোলরক্ষক এদেরসন।
স্বল্প সময়ের মধ্যে ফিফা আরো সব বিভাগে চূড়ান্তভাবে মনোনীতদের নাম ঘোষণা করবে। এ ঘোষণায় সেরা নারী কোচ, সেরা পুরুষ কোচ, সেরা পুরুষ খেলোয়াড়, সেরা নারী খেলোয়াড় ও ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড ঘোষণা করবে।
লন্ডনে ১৫ জানুয়ারি পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও লন্ডনে এ অনুষ্ঠান হয়েছিল।