দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পচেফস্ট্রুমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল।
১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৯ রানের বিশাল এক জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে দেশের মাটিতে ওয়ানডেতে দু’টি জয় থাকলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই ছিলো প্রথম জয়।