লক্ষ্যটা ছিলো ১১১ রানের। স্বল্প রানের পুঁজি নিয়েও নিউজিল্যান্ডের ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন শরিফুল-মাহেদীরা। ৪৯ রানে ৫ উইকেট হারানো স্বাগতিকদের টেনে তোলেন নিশাম-স্যান্টনার জুটি। সেখান থেকে অবিচ্ছিন্ন থেকে দলীয় সংগ্রহকে ৯৫ এ নিয়ে যান তারা।
এই অবস্থায় বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। ১৪ ওভার চার বলে ৯৫ রান করা নিউজিল্যান্ডকে পরে বৃষ্টি আইনে (ডাকওয়ার্থ এন্ড লুইস মেথড বা ডিএল মেথড) ১৭ রানে জয়ী ঘোষণা করা হয়।
১৬ রানে বাংলাদেশের চার উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ১৮ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মিচেল স্যান্টনার।
২৭ ডিসেম্বর নেপিয়ারে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচে জয় পেলে বাংলাদেশের সামনে সুযোগ ছিলো ঐতিহাসিক সিরিজ জয়ের।
তৃতীয় টি টোয়েন্টিতে ব্যাটারদের সংগ্রহ মাত্র ১১০ রানের হলেও প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছিলেন টাইগার বোলাররা।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে তুলে নিচ্ছেন স্বাগতিকদের একের পর এক উইকেট।
ওপেনার ফিন অ্যালেনকে এক প্রান্তে রেখে মাত্র এক রান করে ফিরেছেন টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান।
৪৯ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকা নিউজিল্যান্ডের হাল ধরে রাখা ফিন অ্যালেনের সাথে যোগ দেন জেমস নিশাম। যেন হাফ ছেড়ে বাঁচলেন অ্যালেন।
দলীয় ৩৮ রানে চার উইকেট পতনের পর উইকেটে এসেছিলেন নিশাম। দলীয় ৪৯ ও নিজের ৩৮ রানে শরিফুলের শিকার হন ফিন অ্যালেন।
দলীয় ৪৯ রানে ৫ উইকেট হারানোর পর নিশামের সাথে জুটি গড়েন অধিনায়ক মিচেল স্যান্টনার। ষষ্ঠ জুটিতে বাংলাদেশের জয়টাকে নিজেদের করে নেয়ার পথে ৪৬ রানের জুটি গড়েন নিশাম-স্যান্টনার।
মাউন্ট মঙ্গানুইতে সিরিজ বাঁচানোর ম্যাচে স্বাগতিক দল টস জিতে প্রথমে বল করতে নামে। ঘুরে দাঁড়ানোর ম্যাচে কি করতে হবে তা ভালো করেই জানতেন কিউই বোলাররা। আর তাই করেছেন। আগুন ঝড়িয়েছেন। সেই আগুনে পুড়েছে বাংলাদেশের ব্যাটাররা।
মাউন্ট মঙ্গানুইতে এমন কঠিন ম্যাচে স্বাগতিক দল টস জিতে প্রথমে বল করতে নামে। ঘুরে দাঁড়ানোর ম্যাচে কি করতে হবে তা ভালো করেই জানতেন কিউই বোলাররা। আর তাই করেছেন। আগুন ঝড়িয়েছেন। সেই আগুনে পুড়েছে বাংলাদেশের ব্যাটাররা।
পুরো ২০ ওভার খেলার সুযোগ পায়নি টাইগার ব্যাটাররা। ১৯.২ ওভারে ১১০ রানে অল আউট। সর্বোচ্চ রান ১৭। অধিনায়ক নাজমুল হোসেনের ব্যাট থেকে এসেছে এই রান। তারপর রয়েছেন তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন। তারা যথাক্রমে দলকে ১৬ ও ১৪ রান উপহার দিয়েছেন।
কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারই বাংলাদেশের মূল সর্বনাশটা করেছেন। একাই নিয়েছেন ৪ উইকেট, খরচ মাত্র ১৬ রান। টিম সাউদি, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স দুটো করে উইকেট নিয়েছেন। আর তাতেই বাংলাদেশের ১০ উইকেট ভাগাভাগি শেষ।