স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিলো আতলেতিকো। এবার কোপা দেল রে’র রাউন্ড অব সিক্সটিনে তাদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো আতলেতিকো।
দিন কয়েক আগে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপজয়ী রিয়াল মাদ্রিদ আরো একটা শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল। স্বপ্ন ছিল কোপা দেল রে জয়ের। কিন্তু রিয়াল মাদ্রিদের সে স্বপ্নের ইতি হয়েছে। আতলেতিকো মাদ্রিদ তাদের সে স্বপ্ন থমকে দিয়েছে। বৃহষ্পতিবার রাতে পরতে পরতে চমক ছড়ানো ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। এ জয়ের ফলে তারা পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে।
অতিরিক্ত সময়ের খেলায় জয় পায় আতলেতিকো মাদ্রিদ। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতা ছিল। অতিরিক্ত সময়ে আতলেতিকো মাদ্রিদ জোড়া গোল পেলেও রিয়াল কোনো গোলের দেখা পায়নি। এ সময়ে অ্যান্তোনিও গ্রিজম্যান ও রদ্রিগো রিকুয়েলমে করেন গোল দুটো।
স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনাকে হারানোর আগে সৌদি আরবে অনুষ্ঠিত সেমিফাইনালে ম্যাচে এই আতলেতিকো মাদ্রিদকে নাস্তানাবুদ করেছিল রিয়াল মাদ্রিদ। অবশ্য সে ম্যাচও অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হয়েছিল। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছিল ৫-৩ গোলে। ফলে সুপার কাপে হারের প্রতিশোধটা কোপা দেল রেতে নিয়ে নিল আতলেতিকো মাদ্রিদ।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ গোলে। দিয়েগো সিমিওনের দল ৩৯ মিনিটে স্যামুয়েল লিনোর গোলে এগিয়ে গিয়েছিল। বিরতির আগেই আত্মঘাতি গোলের সুবাদে রিয়াল ম্যাচে ফিরেছিল। বিরতির পরপরই আতলেতিকো আবার এগিয়ে যায়। আলভারো মোরাতা ৫৭ মিনিটে এই গোলটি করেছিলেন। ৮২ মিনিট জোসেলু গোল করে রিয়ালকে আবার ম্যাচে ফিরিয়ে আনেন।
অতিরিক্ত সময়ে শততম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল কেড়ে নিয়ে গ্রিজম্যান দর্শনীয় গোলে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে নেন। শেষ বাঁশি বাজার আগে রিয়ালের সম্ভাবনার কফিনে শেষ পেরেকটি মেরে দেন রদ্রিগো রিকুয়েলমে।
আতলেতিকো জয়ের মাঝ দিয়ে পূর্ণ হয়েছে কোয়ার্টার ফাইনালের কোটা। তাদের সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলবে বার্সেলোনা, জিরোনা, রিয়াল সোসিয়েদাদ, সেল্টা ভিগো, মায়োর্কা, অ্যাথলেটিক বিলবাও ও সেভিয়া।