প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সিলেট পর্বের গ্যালারি টিকেট মূল্য। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০ টাকায় সিলেটের মাঠে বসে দেখা যাবে বিপিএলের ম্যাচগুলো।
আগামীকাল (২৩ জানুয়ারি) বিপিএলের দশম আসরের ঢাকা পর্ব শেষ হওয়ার পর ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম রাখা হয়েছে ২৫০০ টাকা। ক্লাব হাউজ ৮০০। পূর্ব গ্যালারিতে ৪০০ টাকা। পশ্চিম গ্যালারি ও সবুজ গ্যালারিতে ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ।
সিলেট পর্বের ম্যাচগুলোর টিকেট বিক্রি শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান ফটক ও রিকাভীবাজারের সিলেট জেলা স্টেডিয়াম থেকে সংগ্রহ করা যাবে ম্যাচের টিকেট।
খেলার আগের দিন এবং খেলার দিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব কাউন্টার থেকে দর্শকরা টিকেট সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও দর্শকরা অনলাইনেও টিকেট কাটতে পারবেন। সেক্ষেত্রে ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রিকাভীবাজারের সিলেট জেলা স্টেডিয়াম থেকে অনলাইনে কাটা ম্যাচের টিকেট সংগ্রহ করা যাবে।