টান টান উত্তেজনার ম্যাচে ফরচুন বরিশালকে চার উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে জয়ে ফিরলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপরীতে শিরোপা প্রত্যাশী রংপুর রাইডার্সকে হারিয়ে শুরু করা ফরচুন বরিশাল টানা দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখলো।
মিরপুর হোম অফ ক্রিকেটে টুর্নামেন্টের ৮ম ম্যাচে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া বরিশাল ১৬১ রানের সংগ্রহ পায়। জবাবে জয়ের জন্য বিশতম ওভারের পঞ্চম বল পর্যন্ত অপেক্ষা করতে হয় কুমিল্লাকে।
কুমিল্লার বিপক্ষে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল। ওপেনার মেহেদী মিরাজ প্রথম ওভারের শেষ বলে গোল্ডেন ডাক মারেন। ওয়ান ডাউনে খেলতে নামা প্রীতম কুমারও বেশি সময় টিকতে পারেন নি। ৮ রান করা প্রীতম আউট হন দলীয় ২৫ রানে।
ওপেনার তামিম ইকবাল দলীয় ৪৩ রানে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বরিশাল। সেখান থেকে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সৌম্য সরকার দলীয় সংগ্রহকে টেনে নিয়ে যান। ৬৬ রানের জুটি গড়ে মুস্তাফিজুর রহমানের স্লোয়ার বোল্ড হয়ে ফেরেন ৪২ রান করা সৌম্য।
দলীয় ১০৮ রানে চার উইকেট হারানোর পর আলোচিত পাকিস্তানী অলরাউন্ডার শোয়েব মালিকও বেশি সময় টিকতে পারেন নি। ব্যক্তিগত ৭ রানে শোয়েব ফিরলে দলটার আর কোন ব্যাটারই আর উইকেটে এসে থিতু হতে পারেন নি। বিশতম ওভারের তৃতীয় বলে মুশফিকুর রহিম আউট হওয়ার সময় তার নামের পাশে ছিলো ইনিংস সর্বোচ্চ ৬২ রান।
কুমিল্লার পক্ষে ৩২ রানে তিন উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন রস্টন চেজ ও ম্যাথিউ ফোর্ড।
১৬২ রানের টার্গেটে খেলতে নামা কুমিল্লার ব্যাটারাও স্বস্তিতে ছিলেন না। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটার একপ্রান্ত আগলে রাখেন দলটার সাবেক অধিনায়ক ইমরুল কায়েস।
দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৫২ রানে আউট হওয়ার সময় কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ১৬ ওভার তিন বল শেষে ৫ উইকেটে ১১৬ রান। পরে জাকির আলীর অপরাজিত ২৩, খুশদিল শাহ এর ১৪ ও ফোর্ডের চার বলে অপরাজিত ১৬ রানে নাটকীয় জয় পায় কুমিল্লার।