গতকাল শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের ঢাকা পর্বের খেলা। দ্বিতীয় ধাপে বিপিএল মাঠে গড়াবে আগামী ২৬ জানুয়ারি। শুক্রবার খুলনা এবং রংপুরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। এরই মাঝে অভিযোগ এসেছে চায়ের নগরী সিলেটে হচ্ছে টিকেট কালোবাজারি।
অভিযোগ উঠেছে টিকেট বিক্রির সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধেও। আজ সিলেট জেলা স্টেডিয়ামে টিকেট কিনতে এসে এমন অভিযোগ তুলেছেন ক্রীড়াপ্রেমী দর্শকরা।
এমন অভিযোগের নিশ্চয়তা পেতে সেখানে গিয়ে দেখা যায়, সিলেট নগরীর রিকাবীবাজারের জেলা স্টেডিয়ামে সকাল থেকে টিকেট বিক্রির বুথে ভিড়েছেন আগামী ২৬ তারিখের ম্যাচের টিকেট কিনতে আসা দর্শকরা। সকাল দশটা থেকে বিক্রি শুরু হওয়ার আধাঘন্টার মধ্যে ২০০ টাকা দামের টিকেট আর নেই জানানো হলে, সেখানে ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ ঝাড়তে দেখা যায়।
সেখানে তাঁদের সাথে কথা হলে জানা যায়, পঞ্চাশোর্ধ নারী এবং ভিক্ষুকদের বিকল্প লাইনে দাঁড় করিয়ে টিকেট নিয়ে নিচ্ছেন কালোবাজারিরা। অবশ্য মহিলাদের খেলার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।
এমনকি এরপর ৪০০ টাকা দামের টিকেট বিক্রি শুরু হলে তা দুপুর ১২টার মধ্যেই শেষ হয়ে যায়। সেখানে স্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন টিকেট কিনতে আসা সমর্থকরা।