আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা বাধাগ্রস্ত হলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের। কারণটা তাঁর হাটুর লিগামেন্টের গুরুতর ইনজুরি। একারণেই কমপক্ষে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।
সম্প্রতি পায়ের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন মার্টিনেজ। যে কারণে মৌসুমের প্রায় বেশিরভাগ সময়েই মাঠের বাইরে ছিলেন এই আর্জেন্টাইন।
গত রবিবার ২৬ বছর বয়সী মার্টিনেজ ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয়ের দিনে ম্যাচের ৭১ মিনিটে ডান হাঁটুর ইনজুরিতে মাঠ ছাড়েন। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে আঘাত পান ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার।
এতে করে এখন মৌসুমের প্রায় বেশিরভাগ ম্যাচ মিস করতে যাচ্ছেন মার্টিনেজ। তবে এখনো আশা করা যায় যে প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ সাতটি ম্যাচে তাঁকে দলে পাবে ইউনাইটেড। একই সাথে তাঁর এফএ কাপে খেলার প্রবল সম্ভাবনাও রয়েছে।
বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের চেয়ে ছয় এবং চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে আছে এরিক টেন হাগের দল।
প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ চার ক্লাব চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। পঞ্চম স্থানে থাকা দল ইউরোপা লিগে খেলবে।