অনেকটা একতরফা ফাইনালে ভারতীয় যুবাদের ৭৯ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ৭ উইকেটে অস্ট্রেলিয়ার করা ২৫৩ রানের জবাবে ৩৭ বল আগেই ১৭৪ রানে গুটিয়ে যায় ভারতীয় দল। ম্যাচ সেরা মাহলি বিয়ার্ডম্যান ৭ ওভারে দুই মেইডেন ও ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বেনোনিতে উইলোমুর পার্কে, টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায়। ওপেনার স্যাম কন্সটাস শূন্য রানে আউট হলেও তা পুষিয়ে দিয়েছেন আরেক ওপেনার হ্যারি ডিক্সন ও ওয়ান ডাউনে খেলতে নামা অধিনায়ক হাগ ওয়েবজেন।
অবশ্য পাঁচ রানের মধ্যেই এই জুটির বিদায় হয়। দলীয় ৯৪ রানে ডিক্সন বিদায় নেন ব্যক্তিগত ৪২ রানে। আর ৪৮ রান করা ওয়েবজেন বিদায় নেয়ার সময় অস্ট্রেলিয়ার রান ছিলো ৯৯।
২৩তম ওভারের শেষ বলে ভারতীয় দল দুই উইকেট তুলে নেয়ার আনন্দ বেশি সময় ধরে রাখতে পারেনি। চতুর্থ উইকেটে দলীয় সংগ্রহটাকে ১৬৫তে নিয়ে যান হারজাস সিং ও রায়ান হিকস।
২০ রান করা রায়ান হিকস আউট হওয়ার পর হাফ সেঞ্চুরিয়ান হারজাস সিং বিদায় ব্যক্তিগত ৫৫ রান করে। পরের দিকে অলিভার পিক অপরাজিত ৪৬ রান করে দলীয় সংগ্রহটাকে ২৫৩তে নিয়ে যান।
ভারতের পক্ষে রাজ লিম্বানি ৩৮ রানে তিন উইকেট পান। এছাড়া নমন তিওয়ারি দুই ও একটি করে উইকেট পান সৌমি কুমার পান্ডে ও মুশির খান।
২৫৪ রানের টার্গেটে খেলতে নামা ভারতীয় যুবারা শুরু থেকেই অস্ট্রেলিয় যুবাদের সাড়াশি বোলিং আক্রমণে নিয়মিত বিরতিত উইকেট হারাতে থাকে।
ওপেনার আদর্শ সিংয়ের ৪৭ ও মুরুগান অভিষেকের ৪২ রান ছাড়া দলটার আর কোন ব্যাটারই সুবিধা করতে পারেননি। মুশির খানের তৃতীয় সর্বোচ্চ ২২ রানের পর দলটার চতুর্থ সর্বোচ্চ ১৮ রান এসেছে অতিরিক্ত থেকে।
অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন মাহলি বিয়ার্ডম্যান ও রাফায়েল ম্যাকমিলান। ক্যালাম ভিডলারের দুই উইকেট ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন চার্লি অ্যান্ডারসন টম স্ট্রেকার।