বাংলাদেশের পোশাক ফ্যাক্টরি ঘুরে গিয়েছে এফসি বার্সেলোনার প্রতিনিধিরা। মূলত আগামী মৌসুমের জন্য জার্সি বানাতে বিকল্প হিসেবে বাংলাদেশকে দেখছে বিশ্ববিখ্যাত ক্লাবটি।
পৃথিবীজুড়েই তৈরী পোশাক শিল্পে সাফল্যের খ্যাতি ছড়িয়েছে বাংলাদেশ। সহজলভ্য শ্রমশক্তি এবং দক্ষ কর্মীদের কারণেই বিশ্ববাজারে আলাদা কদর রয়েছে বাংলাদেশি পণ্যের। যেকারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সেবা নিতে চায় কাতালান জায়ান্টরা।
এমনই এক খবর প্রকাশ করেছে স্পেনের গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো। তাঁদের দাবি, চলতি মৌসুমের অনেকটা সময় বাকি থাকতেই পরের মৌসুমে জার্সি তৈরি এবং বিপণনের দিকে নজর দিতে আগ্রহী বার্সেলোনা। যার সম্ভাব্য এক বিকল্প হিসেবে বাংলাদেশে নজর রাখছে বার্সেলোনা। একইসঙ্গে নজরে আছে চীনও। দুই দেশেই এরইমাঝে পা রেখেছেন বার্সার প্রতিনিধিরা।
এদিকে নাইকির সাথে সম্পর্ক ছিন্ন করে নিজস্ব পদ্ধতিতে জার্সি তৈরির কথা ভাবছেন বার্সেলোনা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। নতুন স্পন্সরের পাশাপাশি বার্সেলোনার নিজস্ব ব্যবস্থায় আসতে পারে নতুন জার্সি। এরই অংশ হিসেবে ঢাকায় গার্মেন্টস কারখানা ঘুরে গেছে বার্সার ক্লাব অফিসিয়ালরা।
তবে খুব শীঘ্রই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে বার্সা। এমনটাই দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। ২০২৮ সাল পর্যন্ত নাইকির সাথে চুক্তি আছে স্প্যানিশ জায়ান্টদের। এই চুক্তি ভঙ্গ করলে তাঁদের নাইকিকে জরিমানা দিতে হতে পারে।