পর্তুগীজ তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ডাকা হয় “সিআরসেভেন” নামে। কারণটা সবারই জানা। ২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সেই তিনি নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে তাঁর জার্সি নাম্বার ছিলো সাত।
এরপর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান এই সুপারস্টার। সেখানেও গায়ে জড়ান সাত নাম্বার জার্সি। কারণ ছয় বছর ইউনাইটেডে খেলে জার্সিটাকে আইকনিক বানিয়ে ফেলেন তিনি।
জানা গিয়েছে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। প্রশ্ন উঠেছে তিনি কত নাম্বার জার্সি গায়ে জড়াবেন। পিএসজিতে যোগ দেয়ার পর জার্সি নাম্বার সাত একান্তই নিজের করে রেখেছেন হালের অন্যতম সেরা এই স্ট্রাইকার।
তবে মাদ্রিদে তাঁর এই সাত নাম্বার জার্সিটা পাওয়ার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবেন রিয়ালের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়র। কারণ রোনালদো ছেড়ে যাওয়ার পর সাত নাম্বার জার্সিটার মান বেশ ভালোভাবেই রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
তাহলে এই ২৫ বছর বয়সী মাদ্রিদে কত নাম্বার জার্সি পরবেন? স্পেনের সংবাদমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদে ১০ নাম্বার জার্সি পরবেন এমবাপ্পে। এই ১০ নাম্বার জার্সিটা এখন পড়ছেন ক্রোয়াট তারকা লুকা মদরিচ।