বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে বড় রানের স্কোর দেখার জন্য যেখানে মুখিয়ে থাকতে হয় সেখানে রানের ফোয়ারা ছুটছে পাকিস্তান প্রিমিয়ার লিগ, পিএসএলে। প্রথম তিনদিনে চার ম্যাচের আট ইনিংসে মোট রান উঠেছে ১৪৮১ (এক হাজার চারশ একাশি রান। গড়ে প্রতি ইনিংসে রান উঠেছে ১৮৫.১২৫ রান।
১৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে চারটি। এর মধ্যে আগে ব্যাট করা দলের সর্বোনিম্ন রানের স্কোরটি ছিলো মুলতান সুলতানসের করা ২ উইকেটে ১৮৫ রান। জবাবে খেলতে নেমে ৮ উইকেটে ১৩০ রানেই সন্তুষ্ট থাকতে হয় করাচি কিংসকে।
শুরুতে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ২০৬ রানের (৫ উইকেটে) ইনিংসটি ছিলো কোয়েট্টা গ্লাডিয়েটর্সের। ১৬ রানে ম্যাচটি হেরে যাওয়া পেশওয়ার জালমি তুলেছিলো ৬ উইকেটে ১৯০ রান।
টুর্নামেন্ট প্রথম চার ম্যাচের তিনটিতেই বড় স্কোর হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৯ রানের ইনিংসটি মুলতান সুলতানসের প্রোটিয়া ব্যাটার রিজা হেন্ডরিসকের। বিপিএলে ছেড়ে পিএসএলে পাড়ি জমানো এই ব্যাটার তাও আবার এই ইনিংসটি খেলেন চার ম্যাচের মধ্যে লো স্কোরিং ম্যাচটাতেই। যেটাতে তাদের প্রতিপক্ষ ছিলো করাচি কিংস।
আট ইনিংসে এখনও কেউ তিন অঙ্কের ম্যাজিক ফিগার অর্থাৎ সেঞ্চুরির দেখা পাননি। তবে হাফ সেঞ্চুরি হয়েছে ১২টি। ফলে বোঝাই যাচ্ছে সব ব্যাটারই রানে পাচ্ছেন। মূলত মারকাটারি টি-টোয়েন্টির জন্য যে ধরনের উইকেট প্রয়োজন আয়োজকরা সে ব্যাপারটি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।
সে কারণেই বিপিএল ছেড়ে পিএসএলকেই বেছে নিয়েছেন একসময় বিপিএল খেলে তারকাখ্যাতি পাওয়া অনেক ক্রিকেটার। এদের মধ্যে রসি ভ্যান ডার ডুসেন, তাবরেই শামসি ও রিলে রুশোরা অন্যতম। এর বাইরে আছেন রিজা হ্যান্ডরিকস। যিনি রংপুর রাইডার্সে কয়েক ম্যাচ খেলে পাড়ি জমিয়েছেন পিএসএলে।